ইরানকে অবশ্যই তার ‘আচরণ’ পরিবর্তন করতে হবে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

0
408

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবাইর রোববার বলেছেন, সৌদি আরবের সঙ্গে স্বাভাবিক সম্পর্ক রাখতে চাইলে ইরানকে অবশ্যই সুন্নি রাষ্ট্রটির প্রতি তার ‘আচরণ’ পরিবর্তন করতে হবে।
দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে জুবায়ির বলেন, ‘রিয়াদ তেহরানের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক’ বজায় রাখতে চায় এবং এজন্য সৌদি আরব তিন দশকের বেশি সময় ধরে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে সচেষ্ট ছিল। কিন্তু ‘বিনিময়ে আমরা কিছুই পাইনি।’
খবর বার্তা সংস্থা এএফপি’র।
তিনি আরো বলেন, ইরানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের’ পরিবর্তে ‘আমাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা হয়েছে এবং আমাদের দূতাবাসে হামলা চালানো হয়েছে।’
জনতা তেহরানে অবস্থিত সৌদি আরবের দূতাবাস ও ইরানের দ্বিতীয় বৃহত্তম নগরী মাশাদের একটি কনস্যুলেটে হামলা চালানোর পর সৌদি আরব জানুয়ারি মাসে দেশটির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here