বগুড়ার গাবতলীতে ৬৫ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন জমা

0
301

বগুড়া প্রতিনিধি : ২৩এপ্রিল অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলের শেষদিনে বগুড়া গাবতলীর ১১টি ইউনিয়নে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র¿ চেয়ারম্যান প্রার্থীসহ সাধারণ ও সংরক্ষিত আসনের প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন।
চেয়ারম্যান প্রার্থীরা হলেন, রামেশ্বরপুর ইউনিয়নে আওয়ামী লীগের রফি নেওয়াজ খান রবিন, বিএনপির আব্দুল ওহাব, সোনারায় ইউনিয়নে আওয়ামী লীগের তারাজুল ইসলাম, বিএনপির লুৎফর রহমান তারাজুল, স্বতন্ত্র¿ প্রার্থী মোরশেদুর রহমান, মশিউল আলম রিপন, রফিকুল ইসলাম রাঙ্গা ও রাহিদ মোস্তাফিজ, কাগইল ইউনিয়নে আ.লীগের শফি আহম্মেদ স্বপন, বিএনপির আগা নিহাল বিন জলিল তপন, স্বতন্ত্র¿¿ প্রার্থী রবিউল আহসান রিপন, রশিউর রহমান সরদার, আতাউর রহমান, রফিকুল ইসলাম, আব্দুর রশিদ মোল্লা ও তারেকুর রহমান, দক্ষিণপাড়া ইউনিয়নে আ.লীগের এ্যাড. রফিকুল ইসলাম, বিএনপির আহসান হাবিব সেলিম, জাকের পার্টির আবু তালেব, স্বতন্ত্র¿ প্রার্থী গাজী মাসুদার রহমান চৌধরী, আমিনুল ইসলাম, রায়হান ইসলাম রবিন, গাবতলী সদর ইউনিয়নে আ.লীগের ফারুক আহম্মেদ, বিএনপির মতিউর রহমান কামাল, স্বতন্ত্র¿ প্রার্থী সহিদুল ইসলাম, শাহাদত ইসলাম সাগর ও আলমগীর হোসেন, দূর্গাহাটা ইউনিয়নে আ.লীগের আব্দুল মতিন মিঠু, বিএনপির আব্দুল হান্নান, স্বতন্ত্র¿ প্রার্থী তোজাম্মেল হক, আবু বেলাল, তাজুল ইসলাম লিটন ও আলীমুর রাজু, বালিয়াদিঘী ইউনিয়নে আ.লীগের ইউনুছ আলী ফকির, বিএনপির শফিকুল ইসলাম ভূধন, স্বতন্ত্র¿ প্রার্থী রেজা রহমান প্রাং, শাহীন ফেরদৌস, হাবিবুর রহমান, মাহবুবুর রহমান ও খাদেমুল ইসলাম, নাড়–য়ামালা ইউনিয়নে আ’লীগের আব্দুল গোফ্ফার আলী, বিএনপির ফজলে রাব্বী মন্ডল ফিরোজ, স্বতন্ত্র¿ প্রার্থী মোস্তাফিজার রহমান রঞ্জু, আক্তারুজ্জামান লিটন, রুহুল হাসান রুহিন, উম্মে হাবিবা মুক্তি, নুরুজ্জামান, নেপালতলী ইউনিয়নে আ’লীগের লতিফুল বারী মিন্টু, বিএনপির জুলফিকার হায়দার গামা, স্বতন্ত্র¿ প্রার্থী সাজেদুর রহমান সুজন, আতরাব আলী ডাবলু মন্ডল, মহিষাবান ইউনিয়নে আ’লীগের ওয়াজেদ হোসেন, বিএনপির মোতাহার হোসেন, স্বতন্ত্র¿¿ প্রার্থী আমিনুল ইসলাম, জাহেদুল ইসলাম, ইউনুছ আলী, আরিফুল ইসলাম, আঃ মজিদ মন্ডল, নুরুল ইসলাম ও আশিকুল ইসলাম, নশিপুর ইউনিয়নে ইউনিয়নে আ’লীগের আব্বাস আলী প্রামানিক, বিএনপির রাজ্জাকুল আলম রোকন তালুকদার, স্বতন্ত্র¿¿ প্রার্থী জারজিসুল আলম, নজরুল ইসলাম মিন্টু ও শাহীনুর রহমান। চেয়ারম্যান পদে মোট ৬৫জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এছাড়াও ১১টি ইউনিয়নে সংরক্ষিত আসনে মোট ১’শ ২৩জন এবং সাধারণ সদস্য পদে ৪’শ ৩৬জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here