জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর :
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী নাট্যকর্মী সোহাগী জাহান তনু হত্যা ও লক্ষ্মীপুরের রামগঞ্জের খুরশিদা বেগমকে লাঞ্ছিত করার প্রতিবাদে মুখে কালো ফিতা বেঁধে মানববন্ধন পালিত হয়েছে।
রোববার সকাল সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘প্রিয় লক্ষ্মীপুর জেলা’ অনলাইন সংগঠনের উদ্যোগে এ মানববন্ধনে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন- লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম আলাউদ্দিন, সহ-সভাপতি আ ন ম ফজলুল করিম, আওয়ামী লীগ নেতা শাহজাহান কামাল, ভবানীগঞ্জ কলেজের অধ্যক্ষ শাহাদাত হোসেন, সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন লিকা, সনাকের সাবেক সভাপতি বনশ্রী পাল চৌধুরী, প্রিয় লক্ষ্মীপুর জেলা অনলাইন সংগঠনের সভাপতি রাজু হাসান প্রমুখ।
বক্তারা তনু হত্যার দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তির জোর দাবি জানান। অন্যদিকে রামগঞ্জ উপজেলার খুরশিদাকে লাঞ্ছিত করার সাথে জড়িতদের বিচারের দাবি জানান।
এছাড়াও লক্ষ্মীপুরের কমলনগরে হাজীরহাট উপকূল কলেজের সামনে সচেতন যুব সমাজের উদ্যাগে তনু হত্যার বিচারের দাবিতে ও রায়পুর উপজেলায় একই সময়ে তনু হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করা হয়।
প্রসঙ্গত, গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাস এলাকার একটি কালভার্টের পাশ থেকে বিবস্ত্র অবস্থায় কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী নাট্যকর্মী সোহাগী জাহান তনুর (১৮) মরদেহ উদ্ধার করা হয়। অপরদিকে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার ব্রম্ম পাড়া গ্রামে বিধবা নারী খুরশিদা বেগমকে পরকিয়ার সম্পর্কের অভিযোগ এনে সন্তানের সামনে গাছের সাথে বেঁধে নির্যাতনের এক পর্যায়ে মাথা ন্যাড়া করে দেয়া হয়।