চ্যাপ্টার ক্লোজড! দীর্ঘ জল্পনার পর মালাইকা এবং আরবাজ তাঁদের বিচ্ছেদের সিদ্ধান্ত প্রকাশ্যে জানালেন। যৌথভাবে দুই তারকা বলেছেন, ‘হ্যাঁ। এটাই সত্যি। আমরা আলাদা হয়ে যাচ্ছি।’ বলিউডে মালাইকা-আরবাজের ডিভোর্সের জল্পনায় সরগরম ছিল বি-টাউন। এমনও শোনা গিয়েছিল, মালাইকা আইনজীবীর সঙ্গেও যোগাযোগ করেছেন। তবে সে সব গসিপকে উড়িয়ে দিয়ে নায়িকা বলেছেন, ‘সত্যিটা হলো, আমরা ব্রেক নিচ্ছি। তার মানে এই নয়, আমাদের সম্বন্ধে যা খুশি রটানো হবে। আমরা এতদিন মুখ খুলিনি। কিন্তু তাতে দেখলাম, আমাদের পরিবারের লোকেরাও নানাভাবে সমস্যায় পড়ছেন। আমাদের বন্ধুদের নানারকম প্রশ্ন শুনতে হচ্ছে। তাই বিষয়টা বলেই ফেললাম। আফটার অল আমাদের ব্যক্তিগত জীবন নিয়ে যা খুশি বলার অধিকার আমি কাউকে দিইনি।’ আরবাজের জীবনে মালাইকাকে ফেরাতে সালমান খান নিজে উদ্যোগী হয়েছিলেন। বার বার বুঝিয়েছিলেন তাঁকে। কিন্তু তাতে কোনো লাভ হয়নি। শোনা গিয়েছিল, অর্জুন কাপুরের প্রেমে পড়েই আরবাজের সঙ্গে বিচ্ছেদ চাইছেন তিনি! যদিও এ খবর নিয়ে এখনও মুখে কুলুপ লাগিয়েছেন নায়িকা।