মুক্তার নেকলেস পেলেন প্রাচী দেশাই

0
303

আজহারউদ্দিনের প্রথম স্ত্রী নওরিনের কাছ থেকে মুক্তোর নেকলেস উপহার পেলেন প্রাচী দেশাই। ক্রিকেটার আজহারউদ্দিনের বায়োপিক ‘আজহার’এ অভিনয় করছেন প্রাচী। আজহারের চরিত্রে রয়েছেন ইমরান হাসমি এবং আজহারের প্রথম স্ত্রীয়ের ভূমিকায় প্রাচী। নওরিন নেকলেসটা আজহারের ঠাকুমার কাছ থেকে পেয়েছিলেন। সেটাই এখন প্রাচীর হাতে! ছবিতে এক দৃশ্যে তিনি নেকলেসটা পরেওছেন। এমনিতে প্রাচীর অ্যান্টিক গয়নার শখ রয়েছে। তাই এমন পুরনো একটা নেকলেস পেয়ে স্বভাবতই খুশি অভিনেত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here