৮২ যাত্রীসহ মিশরের বিমান ছিনতাই

0
1210

মিশরের ইজিপ্ট এয়ারলাইনের অভ্যন্তরীন রুটের বিমান আলেকজান্দ্রিয়া বিমান বন্দর থেকে ৮২ জন যাত্রী সহ ছিনতাই হয়েছে। ছিনতাই হওয়া বিমান সাইপ্রাসের লারনাকা বিমান বন্দরে অবতরণ করেছে বলে জানা গেছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টায় (বাংলাদেশ সময় দুপুর ১২টা) প্লেনটি আলেকজান্দ্রিয়া থেকে ৮২ জন যাত্রী নিয়ে উড্ডয়ন করে। এর কিছুপরই এটি ছিনতাইয়ের শিকার হয় বলে এয়ারলাইন্সটির এক মুখপাত্র জানিয়েছেন।   সংবাদ সংস্থাগুলোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, মিশরের আভ্যন্তরীণ রুটের বিমানটি আলেকজান্দ্রিয়া থেকে রাজধানী কায়রোতে যাচ্ছিল। বিমানে থাকা একজন সশস্ত্র ছিনতাইকারী বিমানটিকে সাইপ্রাসে নিয়ে গেছে বলে জানিয়েছে ইজিপ্ট এয়ারের মুখপাত্র। এয়ারবাস এ৩২০ মডেলের বিমানটিতে ৮০ জনের বেশি যাত্রী ছিল। এ৩২০ সিরিজের প্লেনটিকে ছিনতাইকারী সাইপ্রাসে অবতরণ করানোর চেষ্টা করে। পরে এটি দেশটির বন্দরনগরী লারনাকায় অবস্থিত লারনাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরন করে বলেও জানিয়েছেন ওই মুখপাত্র। প্লেনটিতে বোমা থাকার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে সাইপ্রাস কর্তৃপক্ষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here