উপজেলা চেয়ারম্যান বরখাস্ত!

0
253

কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান তৌহিদুল ইসলাম আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে এ বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তার দফতরে একটি প্রজ্ঞাপনপত্র
পৌছেছে।

মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ড. জুলিয়া মঈন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনপত্রে বলা হয়েছে, উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম আলমের বিরুদ্ধে ভেড়ামারা থানায় ও বিশেষ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। বিজ্ঞ আদালত কর্তৃক মামলা গৃহীত হওয়ায় তৌহিদুল ইসলাম আলমের উপজেলা পরিষদের দায়িত্বে থেকে ক্ষমতা প্রয়োগ জনস্বার্থের পরিপন্থী বলে মনে করে সরকার। সেজন্য উপজেলা পরিষদ আইন ১৯৯৮ (উপজেলা পরিষদ (সংশোধন) আইন ২০১১ দ্বারা সংশোধিত) এর ১৩ খ (১) ধারা অনুসারে তৌহিদুল ইসলাম আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এ বিষয়ে তৌহিদুল ইসলাম আলম জানান, মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনপত্রে সাময়িক বরখাস্ত হয়েছি বলে জানতে পেরেছি। তবে এটা কবে নাগাদ কার্যকর হবে তা জানতে পারিনি।
উল্লেখ্য, তৌহিদুল ইসলাম আলম কুষ্টিয়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবং ভেড়ামারা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here