কু-প্রস্তাব দেওয়ায় বলিউডের ছবি ফিরিয়ে দিলেন প্রিয়তি

0
344

কুরুচিমূলক প্রস্তাবের জন্য আবারও বলিউডি সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিলেন বাংলাদেশী বংশোদ্ভূত আইরিশ মডেল-অভিনেত্রী ‘মিস আয়ারল্যান্ড’ প্রিয়তি। বুধবার জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তিনি একথা জানান। এর আগেও একবার প্রিয়তি বলিউডি সিনামার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। সেবার তার বিপরীতে অভিনয়ের কথা ছিল ইমরান হাশমির। এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে বাংলাদেশ প্রতিদিনকে প্রিয়তি বলেন, বলিউড চলচ্চিত্রের প্রস্তাব পেয়েছি। ছবির নাম ‘না জি না’। নায়ক সিদ্ধার্থ মালহোত্রা। কিন্তু অফার পেয়েও ছবিটা করা করতে পারছি না। কারণ ওই একটাই, আবারও সেই নোংরা প্রস্তাব। আসলে তারা ট্যালেন্টের দাম দেয় না, তারা শুধুই দেহ খোঁজে।” প্রিয়তি আরও বলেন, ”বলিউড থেকে এর আগেও অভিনয়ের প্রস্তাব এসেছে। কিন্তু এইসব অনৈতিক প্রস্তাবের জন্য আমি কাজগুলো ফিরিয়ে দিচ্ছি। আর বিষয় নিয়ে আমাদের সবারই এগিয়ে আসা উচিৎ। কেন জানি মনে হয়, তারা হয়তো সবাইকে এ ধরণের অফার দেয়। কেউ হয়তো মুখ ফুটে প্রকাশ করে না। কিন্তু আমি চাই বিষয়গুলো সবার সামনে উন্মুক্ত হোক। যারা এ ধরণের অফার দেয় তাদেরকে উপযুক্ত জবাব দেওয়ার সময় এসেছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here