নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে ইতালি প্রবাসীর মৃত্যু

0
419

ইকবাল হোসেন সুমন ,নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সদর উপজেলা ৫নং বিনোদপুর ইউনিয়নে বিদ্যুতস্পৃষ্ট হয়ে আহসান উল্যাহ (৪৮) নামে এক ইতালি প্রবাসীর মৃত্যু হয়েছে।
বুধবার বিকেল সাড়ে ৩টায় বিনোদপুর ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের ভূঁইয়া বাড়ীতে এ ঘটনা ঘটে।

নিহত আহসান উল্যাহ উপজেলার বিনোদপুর ইউনিয়নের পন্ডিতপুর গ্রামের ভূঁইয়া বাড়ীর মৃত তাহের উল্যাহর ছেলে। আহত নাজমা আক্তার নিহত আহসান উল্যাহর স্ত্রী। তাকে উদ্ধার নোয়াখালী জেনারেল হাসপাতালের ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানায়, দুপুরের পর আহসান উল্যাহ বসতঘরের সামনের রান্নাঘরের তারে পৃষ্ঠ হয়ে আহত হন। পরে স্থানীয়রা তাকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহসান উল্যাহকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও প্রতিবেশী আবদুল আজিজ বিদ্যুতস্পষ্ট হয়ে ইতালি প্রবাসীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নোয়াখালীর সুধারাম থানার ওসি(তদন্ত) মীর্জা মো: হাসান জানান, বিদ্যুৎ পৃষ্ট হয়ে কেউ মারা গেছে বলে শুনেনি। তবে এব্যাপারে খবর নিচ্ছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here