বরিশালে শহিদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা

0
288

বরিশাল প্রতিনিধি ॥ জেলার আগৈলঝাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার দুপুরে শহিদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ’র সভাপতিত্বে সংবর্ধনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মোর্তুজা খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবু তাহের, মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, উপজেলা ভাইস চেয়ারম্যান জসিম সরদার, ভাইস চেয়ারম্যান মলিনা রায় প্রমুখ। শেষে ১৬জন শহিদ মুক্তিযোদ্ধা পরিবারকে বিশেষ সন্মাননা, প্রাইজবন্ড এবং উপস্থিত শতাধিক মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here