মায়ানমারে প্রেসিডেন্ট হিসেবে থিন কিউ এর শপথ

0
340

মায়ানমারে থিন কিউ নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ৫০ বছরের বেশি সময় পর দেশটিতে এ প্রথম কোন বেসামরিক ব্যক্তি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন।
সেনা-সমর্থিত বিদায়ী প্রেসিডেন্ট থেইন সেইন দেশটির সাধারণ নির্বাচনে জয়ী ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) থিন কিউয়ের হাতে আজ আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তর করেন।
মিয়ানমারে গণতন্ত্র ফিরিয়ে আনতে থেইন সেইন তার পাঁচ বছরের শাসনামলে ব্যাপক সংস্কার-কার্যক্রম পরিচালনা করেন। এরই ধারাবাহিকতায় দেশটিতে ক্ষমতার পালাবদল হলো।
এনএলডি’র জয়ের পর মিয়ানমারে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছিল।
গত বছরের নভেম্বরে মিয়ানমারে ঐতিহাসিক সাধারণ নির্বাচন হয়। এতে এনএলডি বিপুল ভোটে জয়ী হয়।
কিন্তু দলটির নেত্রী অং সান সুকি সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে প্রেসিডেন্ট হতে পারেননি। তবে সুকির মনোনীত প্রার্থী থিন কিউ সহজেই প্রেসিডেন্ট নির্বাচিত হন। সুকি নেপথ্যে থেকে শাসন কার্য পরিচালনা করবেন বলে জানিয়েছেন।
নভেম্বর মাসে এনএলডি বিপুল ভোটে নির্বাচিত হওয়ার পর ক্ষমতা হস্তান্তরকে কেন্দ্র করে দেশটিতে রাজনৈতিক প্রাঙ্গণে উত্তেজনা দেখা দেয়। অবশেষে ক্ষমতা হস্তান্তরের মধ্য দিয়ে এই উত্তেজনার অবসান ঘটল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here