সরকার স্বাস্থ্য সেবা জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী

0
358

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, তথ্য ও প্রযুক্তির সঠিক ব্যবহারের মধ্যদিয়ে বর্তমান সরকার স্বাস্থ্য সেবা জনগণের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে।
আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভা কক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের ইলেন্ট্রনিক গভর্ণমেন্ট পোর্টাল (ইজিপি) উদ্ধোধন কালে তিনি এ কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সরকার বিভিন্ন খাতে ই-টেন্ডারিং চালু করছে। তার ধারাবাহিকতায় স্বাস্থ্য অধিদপ্তরে ইজিপি চালু করা হল। এর মধ্য দিয়ে স্বাস্থ্য খাতের কার্যক্রমের দক্ষতা গতিশীলতা আরও বাড়বে, পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব হবে।
এ সময়ে স্বাস্থ্যমন্ত্রী সংশ্লিষ্ট সকলকে ই-টেন্ডারিং প্রক্রিয়া সহজলভ্য করতে সচেষ্ট হবার নির্দেশ দেন।
এ সময়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here