এটি ছিল আমার পঞ্চম ছবি: পরীমণি

0
287

“ইতোমধ্যে সাতটি ছবি মুক্তি পেয়েছে আমার। কিন্তু এই ছবিটি ছিল পঞ্চম। ক্যারিয়ারের প্রথমদিকে চুক্তিবদ্ধ হয়েছিলাম এতে। আশা করি দর্শকরা পরিপূর্ণ আনন্দ পাবে ছবিটি দেখে।” আগামী শুক্রবার মুক্তি পেতে যাওয়া ‘মন জানে না মনের ঠিকানা’ ছবি নিয়ে বাংলাদেশ প্রতিদিনকে এমনটাই বললেন পরীমণি। এতে যমজ বোনের চরিত্রে দেখা যাবে হালের আলোচিত এই অভিনেত্রীকে।  মুশফিকুর রহমান গুলজার পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন নায়ক রাজ রাজ্জাক, মৌসুমী, শহীদুল আলম সাচ্চু, শামস্ সুমন, আল মামুন, শিরিন শিলা, ইরফান সাজ্জাদ, আফজাল শরীফ, তানভীরসহ আরও অনেকে।  ‘মন জানে না মনের ঠিকানা’ একটি টিম ওয়ার্ক ফসল বলে জানান পরীমণি। তিনি বলেন, “এ ছবিটি সত্যিই একটি টিম ওয়ার্কের ফসল। প্রত্যেকেই যার যার অবস্থান থেকে সেরা কাজটা উপহার দিয়েছেন। দর্শক টানার মতো সব উপাদান রয়েছে এই ছবিতে।”  পরীমণি আরও বলেন, “গোটা ছবিটি সাসপেন্সে ভরপুর। প্রত্যেকটা দৃশ্য একটি অপরটির সঙ্গে সংযুক্ত। সব শ্রেণির দর্শকরা উপভোগ করতে পারবেন। একথা মাথায় রেখে ফিল্মের সব উপাদান ঢেলে সাজিয়ে দেওয়া হয়েছে। আশা করি দর্শকরাও আমাদের এ অভিনয়কে মূল্যায়ন করবেন। সার্থক করবেন হলে গিয়ে।” বর্তমানে ওয়াকিল আহমেদের ‘কত স্বপ্ন কত আশা’ ছবির শ্যুটিংয়ে কক্সবাজারে ব্যস্ত রয়েছেন পরীমণি। এতে তার বিপরীতে অভিনয় করছেন বাপ্পী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here