কাল জয়পুরহাটে ৯ ইউনিয়নে ভোটগ্রহণ

0
344

জয়পুরহাটের ৯টি ইউনিয়ন পরিষদে নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রদানসহ প্রয়োজনীয় উপকরন কেন্দ্রে পাঠানো শুরু করেছে নির্বাচন অফিস।
জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, মঙ্গলবার মধ্যরাত থেকে সকল প্রকার নির্বাচনী প্রচারনা বন্ধ ঘোষণা করা হয়েছে। দ্বিতীয় দফায় ঘোষিত তফসিল অনুযায়ী ৩১ মার্চ জয়পুরহাট সদরের ৯ টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইউনিয়নগুলো হচ্ছে মোহাম্মাদাবাদ, বম্বু, আমদই, জামালপুর, ভাদশা, দোগাছী, ধলাহার, চকবরকত ও পুরানাপৈল। ওইসব ইউনিয়নে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পুলিং অফিসারদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। ভোটগ্রহণ কর্মকর্তাদের নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়েছে। পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বলেন, ভোটগ্রহণে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় পুলিশ ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করবে। ৯টি ইউনিয়নে ভোট গ্রহনের জন্য ৮৬টি ভোট কেন্দ্র ও ৪শ’ ৯০টি ভোট কক্ষ স্থাপন করা হয়েছে। মোট ভোটার সংখ্যা হচ্ছে ১ লাখ ৬৪ হাজার ৮৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছেন ৮৩ হাজার ১৯৭ জন ও মহিলা ৮১ হাজার ৬৫১ জন। সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা আব্দুল মোত্তালিব জানান, ৩১ মার্চ ভোট গ্রহনের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে ১৭টি ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here