ফাইনাল নিশ্চিতে অপরাজেয় নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড

0
332

প্রথম দল হিসেবে টি-২০ বিশ্বকাপের ফাইনাল নিশ্চিতে অপরাজেয় নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড। সুপার টেনে চার ম্যাচেই জয় পাওয়া উজ্জীবিত কিউইদের সামনে এবার ইংলিশ চ্যালেঞ্জ। তবে রুট-মরগানরাও ছেড়ে কথা বলবেন না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হারের পর টানা তিন ম্যাচ জিতে শেষ চারে পা রাখা ইংলিশরা আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে।

বুধবার দিল্লির ফিরোজ শাহ কোটলায় নিউজিল্যান্ড-ইংল্যান্ড প্রথম সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায়।

সুপার টেনে গ্রুপ ‘টু’ থেকে প্রথম দল হিসেবে সেমি নিশ্চিত করে নিউজিল্যান্ড। প্রথম ম্যাচেই স্বাগতিক ভারতকে ৭৯ রানে গুটিয়ে দিয়ে ৪৭ রানের উড়ন্ত জয়ে টুর্নামেন্ট শুরু করে ব্ল্যাক ক্যাপসরা। অস্ট্রেলিয়া, পাকিস্তান ও বাংলাদেশের বিপক্ষেও দারুণ জয় তুলে নেন গাপটিল-উইলিয়ামসনরা।

অন্যদিকে, গ্রুপ ‘ওয়ান’ এ ক্যারিবীয়দের বিপক্ষে হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করা ইংল্যান্ড পরের ম্যাচেই দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। দক্ষিণ আফ্রিকার করা ২২৯ রানের জবাবে রেকর্ড রান তাড়া করে জয় তুলে নেয় ইংলিশরা। এরপর আফগানিস্তান ও শ্রীলঙ্কাকে হারিয়ে সেমির টিকিট হাতে পায় মরগান বাহিনী।

টি-টোয়েন্টিতে মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান ঘাঁটলে ইংল্যান্ডই ফেভারিট! ১৩ বারের দেখায় নিউজিল্যান্ডের চারটি জয়ের বিপরীতে আট ম্যাচেই জয় তুলে নেয় ইংলিশরা। বাকি ম্যাচটি পরিত্যক্ত হয়।

সবশেষ দেখায় (জুন ২৩, ২০১৫, ওল্ড ট্রাফোর্ড) জয়ের আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে ২০১০ আসরের চ্যাম্পিয়নরা। অবশ্য, বিশ্বকাপ মঞ্চে কেউ কারো চেয়ে কম নয়। চারবারের মুখোমুখি লড়াইয়ে দু’দলই দুই ম্যাচে জয় পায়।

নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): জেসন রয়, অ্যালেক্স হেলস, জো রুট, জস বাটলার (উইকেটরক্ষক), ইয়ন মরগান (অধিনায়ক), বেন স্টোকস, মঈন আলী, আদিল রশিদ, ক্রিস জর্ডান, ডেভিড উইলি ও লিয়াম প্লাঙ্কেট।

নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য): মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন (অধিনায়ক), কলিন মুনরো, কোরি অ্যান্ডারসন, রস টেইলর, গ্রান্ট এলিয়ট, লুক রনকি (উইকেটরক্ষক), মিচেল সান্টনার, অ্যাডাম মিলনি, ইশ শোধি ও মিচেল ম্যাকক্লেনাগান।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, মার্চ ৩০, ২০১৬

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here