৪ বছরের মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র রফতানি রাশিয়ার

0
328

চার বছরের  মধ্যে রাশিয়া গত বছর সবচেয়ে বেশি অস্ত্র রফতানি করেছে। গত বছর দেশটি ১,৪৪০ কোটি ডলার সমমানের অস্ত্র রফতানি করে বলে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন। এর মধ্য দিয়ে রাশিয়ার মোট অস্ত্র রফতানির পরিমাণ ৫,৬০০ কোটি ডলারে পৌঁছেছে। এতে দেশটি সাবেক সোভিয়েত ইউনিয়নের যুগের পর অর্থাৎ গত ২৪ বছরের মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র রফতানি করেছে বলেও জানিয়েছেন তিনি।  গত বছর রাশিয়া প্রত্যাশার চেয়ে বেশি অস্ত্র রাশিয়া রফতানি করেছে বলেও জানান পুতিন। বিদেশের সঙ্গে সামরিক-প্রযুক্তি সংক্রান্ত সহযোগিতা কমিশনের বৈঠকে এ সব কথা বলেন তিনি।   রুশ প্রেসিডেন্ট আরো জানান, গত বছর রাশিয়া ৫৮টি দেশে সামরিক পণ্য রফতানি করেছে। সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রগুলো নিয়ে গঠিত কমনওয়েলথ অব ইন্ডিপেনডেন্ট স্টেটস বা সিআইএসভুক্ত দেশগুলো, ভারত, ইরাক, মিশর, ভিয়েতনাম, চীন এবং আলজেরিয়া মস্কোর প্রতিরক্ষা পণ্যের গুরুত্বপূর্ণ বাজার বলেও জানান তিনি।   এ ছাড়া, আফ্রিকা, ল্যাতিন আমেরিকা, দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্যে নতুন অস্ত্র বাজার তৈরি হচ্ছে উল্লেখ করে পুতিন বলেন, রাশিয়া রফতানি সক্ষমতা বাড়ানো অব্যাহত রাখবে। তিনি আরো জানান, বর্তমান বিশ্বে দ্বিতীয় বৃহত্তম প্রতিরক্ষা পণ্য সরবরাহকারী দেশ রাশিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here