শুধু হট অ্যান্ড বোল্ড হতে আপত্তি তারা আলিশার!

0
367

আগামী ৮ এপ্রিল রিলিজ হতে চলেছে ভাট ক্যাম্পের ফিল্ম লাভ গেমস। আর এই ফিল্ম নিয়ে খুবই এক্সাইটেড অভিনেত্রী তারা আলিশা বেরি। যদিও তাঁকে যেভাবে হট এবং বোল্ড বিশেষণে ভরিয়ে দেওয়া হচ্ছে, সেটাতে তিনি একেবারেই যে খুশি নন, সেটা জানিয়ে দিয়েছেন।

আজ মুম্বইয়ের এক সাংবাদিক সম্মেলনে তারা আলিশা বলেছেন, ‘লাভ গেমসের গায়ে যেভাবে সেক্সের তকমা লাগিয়ে দেওয়া হয়েছে তা ঠিক নয়। আমিও বলিউডে সেক্স সিম্বল হতে আসিনি। বরং, আমি চাই একজন সম্পূর্ণ অভিনেত্রী হয়ে উঠতে।’

লাভ গেমসে অভিনয় করার সময় নিজের অভিজ্ঞতার কথাও শেয়ার করেছেন তারা। বলেছেন, ‘আমি আগেও অভিনয় করেছি। কিন্তু মুকেশ স্যার আমাকে যেভাবে সাহায্য করেছে, তার তুলনা নেই। আমাকে আগামিদিনে আরও ভালো অভিনেত্রী হয়ে উঠতে সাহায্য করবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here