সংসদ অধিবেশন বসছে ২৪ এপ্রিল

0
375

দশম জাতীয় সংসদের দশম অধিবেশন বসছে আগামী ২৪ এপ্রিল। এটি হবে চলতি বছরের দ্বিতীয় অধিবেশন। গতকাল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। গতকাল জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ এপ্রিল বিকাল ৫টায় অধিবেশন বসবে। অধিবেশন শুরুর আগে কার্যোপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ নির্ধারিত হবে।

একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বিধান রয়েছে। সংবিধানে উল্লিখিত এ বাধ্যবাধকতার জন্য এ অধিবেশন আহ্বান করা হয়েছে। অধিবেশনের মেয়াদ সংক্ষিপ্ত হতে পারে। সংসদের এ অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে।

এর আগে গত ২৯ ফেব্রুয়ারি দশম সংসদের নবম অধিবেশন শেষ হয়। গত ২০ জানুয়ারি ওই অধিবেশন শুরুর দিন বছরের প্রথম অধিবেশন হিসেবে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি সংসদে ভাষণ দেন। পরদিন ভাষণের ওপর চিফ হুইপ আ স ম ফিরোজ ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে হুইপ ইকবালুর রহিম তা সমর্থন করেন। মোট ২৭ কার্যদিবসের নবম অধিবেশনে নয়টি সরকারি বিল পাস হয়।

এছাড়া ওই অধিবেশনে আইন প্রণয়ন-সম্পর্কিত কাজ সম্পাদনের পাশাপাশি কার্যপ্রণালি বিধির ৭১ বিধিতে ২৮৫টি নোটিসের মধ্যে ১৫টি গৃহীত হয়। গৃহীত নোটিসের মধ্যে তিনটি সংসদে আলোচিত হয়। ৭১(ক) বিধিতে ২ মিনিটের আলোচিত নোটিসের সংখ্যা ছিল ৬০।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here