অং সান সুকির দল তাকে ‘রাষ্ট্রীয় উপদেষ্টা’-র ভূমিকা পালনে নতুন পদ সৃষ্টির জন্য বৃহস্পতিবার একটি প্রস্তাব পেশ করবে। তার এই ক্ষমতার মধ্যদিয়ে প্রেসিডেন্ট ও পার্লামেন্টের মধ্যে এক ধরণের যোগসূত্র তৈরী হবে। পার্লামেন্ট সদস্যরা একথা জানান।
প্রায় অর্ধ শতাব্দীর সামরিক শাসনের অবসানের পর দক্ষিণপূর্ব এশিয়ার দেশটিতে একটি নতুন যুগের সূচনা হয়েছে। দেশের জনগণের প্রত্যাশা সুকির নতুনভাবে শপথ নেয়া প্রশাসন দেশের অর্থনীতিকে চাঙ্গা এবং নতুন করে রাজনৈতিক শক্তির গতিবেগ সঞ্চার করতে পারবে।
জান্তা আমলের সংবিধানের আইনের কারণে সুকি দেশের প্রেসিডেন্ট হতে না পারলেও তার দল গত নভেম্বরের ঐতিহাসিক নির্বাচনে বিশাল জয় পায়।
সুকির নাম উল্লেখ করে এ খসড়া প্রস্তাবে বলা হয়, তার দায়িত্ব হবে পার্লামেন্টকে পরামর্শ দেয়া এবং প্রয়োজনে তিনি যেকোন বৈঠক পরিচালনা করার ক্ষমতা পাবেন।
এই পদটি অন্যান্য রাজনৈতিক ব্যবস্থায় প্রধানমন্ত্রীর ভ’মিকার সমতুল্য । প্রেসিডেন্টের পদের ন্যায় এ পদেরও মেয়াদ হবে পাঁচ বছর।
পার্লামেন্ট সদস্যরা জানান, এ প্রস্তাব বৃহস্পতিবার পার্লামেন্টের উচ্চ কক্ষে উপস্থাপন করা হবে। এটি আলোচনা করে আগামী কয়েকদিনের মধ্যে অনুমোদন করা হবে।