যুক্তরাষ্ট্রের বাস স্টেশনে বন্দুকযুদ্ধে এক বন্দুকধারী ও পুলিশ নিহত

0
267

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যের একটি বাস স্টেশনে বৃহস্পতিবার বন্দুকযুদ্ধে এক বন্দুকধারী ও এক পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে।
পুলিশ জানায়, রাজ্য পুলিশের এক পুলিশ কর্মকর্তা হামলাকারীর দিকে অগ্রসর হচ্ছিলেন।এসময় হামলাকারী তাকে লক্ষ্য করে উপর্যুপরি গুলি চালায়।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
জবারে অপর দুই পুলিশ কর্মকর্তা হামলাকারীকে লক্ষ্য করে গুলি চালায়।
ওই হামলাকারী ও আহত পুলিশ কর্মকর্তাকে হাসপাতালে পাঠানোর পর তারা দুজনই মারা যায়।
সৈনিকটির নাম চ্যাড ডারমাইয়ার (৩৭)।
গ্রেহাউন্ড বাসস্টেশনে এই হামলার ঘটনায় দুই নারীও আহত হয়েছে। তবে তাদের আঘাত ততটা গুরুতর নয় বলে ধারণা করা হচ্ছে।
গ্রেহাউন্ড কর্তৃপক্ষ জানায়, পরবর্তী নোটিশ না দেয়া পর্যন্ত তারা তাদের এই স্টেশনটি বন্ধ রাখবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here