বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আগামী ৫ এপ্রিল আদালতে হাজিরা দিয়ে জামিন আবেদন করবেন। রাজধানীর যাত্রাবাড়ীতে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা মেরে মানুষ হত্যা মামলায় খালেদা জিয়াসহ ২৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন মহানগর দায়রা জজ। বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা ওই মামলায় এ আদেশ দেওয়া হয়। গতকাল রাতে বেগম জিয়া তার গুলশান কার্যালয়ে দলের সিনিয়র আইনজীবীদের সঙ্গে দুই ঘণ্টা আলোচনা-পরামর্শের পর আদালতে যাওয়ার সিদ্ধান্ত নেন। আইনজীবীদের মধ্যে ছিলেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, আব্দুর রেজাক খান, জয়নাল আবেদীন, এ জে মোহাম্মদ আলী, সানাউল্লা মিয়া, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।