মাগুরায় আত্মীয় পরিচয়ে মালামাল লুটের চেষ্টার সময় অজ্ঞান পার্টির দুই সদস্যকে গণ-ধোলাই

0
346

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরার বারাশিয়া গ্রামে একই পরিবারের ৮ সদস্যকে অচেতন করে নগদ অর্থ ও মুল্যবান মালামাল নিয়ে পালানোর সময় গণ-ধোলাইয়ের শিকার হয়েছে অজ্ঞান পার্টির দুই সদস্য। গককাল রবিবার সকালে অচেতন ওই ৮ জন ও গণ-ধোলাইয়ের শিকার অজ্ঞান পার্টির দুই সদস্যকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমল হুদা জানান, মোবাইল ফোনে আত্মীয়তার সম্পর্ক গড়ে পাবনা জেলার সাীথয়া উপজেলার রবিউল ইসলাম ও গোপালগঞ্জের দ্বীন মহম্মদ নামে দুই ব্যক্তি শনিবার দুপুরে মাগুরা সদরের বরাশিয়া গ্রামে হাবিবুর রহমানের বাড়িতে বেড়াতে আসে। রাতে হাবিবুরের পরিবারের সদস্যদের জন্য রাখা খাবারের সাথে তারা কৌশলে চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখে। ওই খাবার খেয়ে হাবিবুর রহমানসহ পরিবারের ৮ সদস্য অচেতন হয়ে পড়ে। এ সুযোগে তারা ঘরের নগদ অর্থ ও মূল্যবান মালামাল গুছাতে থাকে। এ সময় একই বাড়িতে থাকা হাবিবুরের ভাই সিন্দবাদ বিষয়টি টের পেয়ে বাইরে থেকে ঘরের দরজা বন্ধ করে অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক করে গ্রামবাসীর সহায়তায় তাদের গণধোলাই দেয়। পরে পরিবারের অচেতন ৮ জন ও অজ্ঞান পার্টির দুই সদস্যকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। পুলিশ অজ্ঞান পার্টির দুই সদস্যকে আটক অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসা দিচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here