সাইবার অপরাধ প্রতিরোধে বিশ্বের অনান্য দেশের সঙ্গে সমন্বিত উদ্যোগ নেয়ার ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজ রবিবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে সাইবার সিকিউরিটি সম্পর্কে প্রটেক্টিং ইওর ক্রাউন জুয়েলস ইন ডিজিটাল এরা শীর্ষক এক সেমিনারে তিনি এ কথা বলেন। পরামর্শক সেবা প্রদানকারী সংস্থা প্রাইসওয়াটার কুপারস (পিডব্লিউসি) এ সেমিনারের আয়োজন করে। প্রযুক্তি প্রতিমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তিতে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। এর ঝুঁকি প্রতিরোধেও অনেক পদক্ষেপ নেয়া হয়েছে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনার দিকে ইঙ্গিত করে তিনি বলেন, এর সঙ্গে আন্তর্জাতিক চক্র জড়িত আছে। এ ধরনের অপরাধ প্রতিরোধে দরকার সমন্বয়। বাংলাদেশ ইন্সটিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের আইসিটি বিষয়ের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান অনুষ্ঠান শেষে বলেন, সাম্প্রতিক সময়ে সাইবার অ্যাটাকের যে ঘটনা ঘটছে তাতে আতঙ্কিত না হয়ে সতর্কতা জোরদার করা দরকার। বাংলাদেশের আর্থিক সেক্টরে আইটির দক্ষ জনবলের পাশাপাশি মনিটরিংয়েও বড় ধরনের ঘাটতি রয়েছে। তিনি আরও বলেন, অনলাইন ব্যাংকিং দক্ষ জনবলের পাশাপাশি যুগোপযুগি সফটওয়্যার ব্যবহার নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে অপরাধী চক্রের হোতাদেরও কঠিন শাস্তির আওতায় আনতে হবে। বাংলাদেশ ব্যাংকের উচিত নিজের পাশাপাশি সমগ্র ব্যাংকিং খাতকে নিয়ন্ত্রণে তাদের সাইবার নিরাপত্তা নিয়ে বিশদভাবে কাজ করা। আলোচনায় অন্যান্যদের মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের সহযোগী অধ্যাপক মাহবুবুর রহমান, ইস্টার্ন ব্যাংকের আইটি বিভাগের প্রধান খন্দকার ওমর ফারুক, সাবেক ব্যাংকার মামুন রশীদ উপস্থিতি ছিলেন।