পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল ও কাশ্মিরে বৃষ্টিপাতে ৫৩ জনের মৃত্যু

0
233

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চল ও কাশ্মিরে প্রবল বর্ষণের কারণে সৃষ্ট ভূমি ও ছাদ ধসে অন্তত ৫৩ জনের মৃত্যু ও আরো ৬০ জন আহত হয়েছে।
রোববার দেশটির কর্মকর্তারা একথা জানান।
শনিবার রাত থেকে খাইবার পাখতুনখোয়া প্রদেশ ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরের নিলম উপত্যকায় মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়।
প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক মুখপাত্র বলেন, খাইবার পাখতুনখোয়া প্রদেশে মৃতের সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে।
তিনি আরো জানান, তারা এখনো দুর্গম কয়েকটি এলাকার খবরের অপেক্ষায় রয়েছেন।
চলমান এই প্রাকৃতিক দুর্যোগে সাঙ্গলা অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
ক্ষয়ক্ষতির দিক দিয়ে এর পরের অবস্থানে রয়েছে কোহিস্তান অঞ্চল। এখানে বৃষ্টিপাত ও ভূমিধসে ১২ জন মারা গেছে।
স্থানীয় কর্মকর্তা আব্দুল হামিদ কায়ানি বার্তা সংস্থা এএফপিকে বলেন, কাশ্মির উপত্যকার সাম ঘুং গ্রামে শনিবার রাতে ভারী বৃষ্টিপাতে সৃষ্ট ভূমিধসে ৫ শিশু ও ৩ নারী প্রাণ হারিয়েছেন।
তিনি আরো বলেন, রোববার সন্ধ্যায় মরদেহগুলো উদ্ধার করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here