জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যবস্থাপনা কমিটির এক সভা রোববার সন্ধ্যায় ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনে অনুষ্ঠিত হয়।
ট্রাস্টের চেয়ারপার্সন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
সভায় বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের উন্নয়নসহ দেশব্যাপী শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পরিচালিত ‘ইতিহাস কথা বলে- সংগ্রাম থেকে স্বাধীনতায় বঙ্গবন্ধু’-শীর্ষক শিক্ষামুখী কর্মসূচির অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের বোর্ড অব ট্রাস্টির এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ট্রাস্ট এবং সাব-কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা হয়।
সভায় ট্রাস্টি শেখ ফজলুল করিম সেলিম এমপি, আইনমন্ত্রী এডভোকেট আনিসুল হক, শেখ হেলাল উদ্দিন এমপি, নূর-ই-আলম লিটন চৌধুরী এমপি, স্থপতি রবিউল হুসাইন, মেজর জেনারেল (অব.) আবদুল হাফিজ মল্লিক, শেখ কবির হোসেন, রবিউল হাসান অভি, বেগম সৈয়দা হোসেন জামান শেলী, শাহানা ইয়াসমিন, ফরিদা শেখ, কোষাধ্যক্ষ এমএ রফিক এবং সদস্য সচিব শেখ হাফিজুর রহমান উপস্থিত ছিলেন