সিরিয়ায় বিমান হামলায় ২০ জঙ্গি নিহত

0
216

সিরিয়ার ইদিব প্রদেশে বিমান হামলায় আল-কায়েদাসংশ্লিষ্ট জঙ্গি সংগঠন নুসরা ফ্রন্টের ২০ জঙ্গি নিহত হয়েছে। সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে, এই হামলায় সংগঠনটির মুখপাত্র আবু ফিরাস আল সুরি নিহত হয়েছে।   নুসরা ফ্রন্টের নিহত জঙ্গিদের মধ্যে বিদেশি যোদ্ধারাও আছে বলে জানিয়েছে সংগঠনটি। জানা গেছে, আবুর ফিরাস আল সুরি নিজের পুত্রসহ মারা গেছেন। তবে এখনো জানা যায়নি হামলাটি সিরিয়া না রাশিয়ান বিমানবাহিনী করেছে।   সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের প্রধান রামি আবদেল রহমান এএফপিকে জানিয়েছেন, আবু ফিরাস কাফার জালেস গ্রামের শীর্ষ জঙ্গিদের সঙ্গে বৈঠক করছিলেন। নুসরা ফ্রন্টের আরেকটি লক্ষ্যে আরেকটি জঙ্গি সংগঠন জুন্দ আল আকসাকেও আক্রমণ করা হয়েছে। সিরিয়ার সরকার ও বিদ্রোহীদের মধ্যে অস্থায়ী অস্ত্রবিরতি চলছে। তবে এই অস্ত্রবিরতিতে নুসরা ফ্রন্ট ও ইসলামিক স্টেট অন্তর্ভূক্ত নয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here