সৌদির সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত হলেন মোদি

0
269

ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সৌদি আরবের সর্বোচ্চ বেসামরিক পদকে ভূষিত করা হয়েছে। সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ রোববার মোদির হাতে বাদশা আবদুল আজিজ উত্তরীয় তুলে দিয়েছেন। সৌদি আরবের প্রতিষ্ঠাতা আবদুল আজিজ আল সৌদের নামে এই পুরষ্কারটি প্রবর্তন করা হয়। এছাড়া বাদশা সালমান ভারতে রাষ্ট্রীয় সফরের জন্য মোদির আমন্ত্রণ গ্রহণ করেছেন। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে চাপে ফেলার পরিকল্পনার অংশ হিসেবে ইসলামাবাদের ঘনিষ্ঠ মিত্র সৌদি আরবের সাথে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে এক রাষ্ট্রীয় সফরে রবিবার রিয়াদ সফরে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সফরে বাদশা সালমান এবং মোদি দ্বিপাক্ষিক বৈঠকে করেন। যেখানে বাণিজ্য, বিনিয়োগ এবং সন্ত্রাসবাদ বিষয়ে সহযোগিতার ঐকমত্য হয়। সৌদি আরব ভারতের শীর্ষ জ্বালানি সরবরাহকারী। রাজতান্ত্রিক দেশটিতে মোট ৩৫ লাখ ভারতীয় অভিবাসী রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here