আঙুলের ছাপের অপব্যবহারে ৩০০ কোটি টাকা জরিমানা

0
424

বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিবন্ধনে গ্রাহকের কোনোরকম ঝুঁকি নেই বলে জানিয়েছে মন্ত্রিসভা। সিম পুনর্নিবন্ধনের সময় নেওয়া আঙুলের ছাপ সংরক্ষণ করা হচ্ছে না এবং কোনো কম্পানি এই ছাপের অপব্যবহার করলে ৩০০ কোটি টাকা জরিমানার বিধানও রয়েছে বলেও জানানো হয়েছে। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিপরিষদের সাপ্তাহিক নিয়মিত বৈঠকে এক অনির্ধারিত আলোচনায় এসব বিষয় উঠে এসেছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি জানান, বায়োমেট্রিক পদ্ধতি নিয়ে গ্রাহকদের মধ্যে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা নিছক গুজব। যে চারটি আঙুলের ছাপ নেওয়া হচ্ছে তা আগে থেকে জাতীয় পরিচয়পত্রে সংরক্ষিত আছে। পুনর্নিবন্ধনের সময় যে ছাপ নেওয়া হয় তা ম্যাচিং-এর পর ভ্যানিশ হয়ে যায়। এ ছাপ কোথাও সংরক্ষণ করা হচ্ছে না। এ ছাপ দিয়ে কারো কোনো স্থাবর-অস্থাবরে ক্ষতির আশঙ্কা নেই। যদি কোনো কম্পানি এটার অপব্যবহার করে, তাহলে ৩০০ কোটি টাকা জারিমানার বিধান করা হয়েছে বলেও জানান মন্ত্রিপরিষদসচিব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here