চুমুতে অস্বস্তি নার্গিস ফাখরির

0
285

বলিউডে ‘সিরিয়াল কিসার’ হিসেবে পরিচিত ইমরান হাশমি। তার ছবি মানেই চুম্বনের ছড়াছড়ি। এবার তিনি ‘আজহার’ ছবিতে অভিনয় করেছেন। সেখানে আরো অভিনয় করেছেন নার্গিস ফাখরি। সেখানকার একটি গানে ইমরানের সঙ্গে কাজ করতে গিয়ে বেশ অস্বস্তিতেই পড়েছিলেন নার্গিস। কেননা সেখানে নাকি অনেক চুম্বনের দৃশ্য রয়েছে।   আজহারের স্ত্রী সঙ্গীতা বিজলানির চরিত্রে অভিনয় করেছেন নার্গিস ফাখরি। তবে ইমরানের সঙ্গে চুমুর দৃশ্যে কাজ করতে গিয়ে বেশ অস্বস্তিতে পড়েছেন তিনি।   বেশ হেসেই অস্বস্তির বিষয়টি জানিয়েছেন নার্গিস। তিনি জানান, গানটি দৃশ্যায়নে ইমরান যতোটা সহজভাবে করেছে আমি ততোটা করিনি। সেখানে অনেক চুম্বনের দৃশ্য ছিল। এটি এতো বেশিই ছিল যে, একবার তো মনে হয়েছিল, আসলে পুনরায় দৃশ্য ধারণ করছে নাকি আমাকে বোকা বানাচ্ছে।   বলা হচ্ছে ইমরানের জন্য ‘আজহার’ ছবিটি বেশ গুরুত্বপূর্ণ। ২০১২ সালে ‘রাজ ৩’ ছবিটি ব্যবসাসফল হয়েছিল। এরপর ‘এক থা ডায়েন’, ‘ঘানচক্কর’, ‘রাজা নটরওয়াল’, ‘আগলি’, ‘মিস্টার এক্স’ ও ‘হামারি আধুরি কাহানি’ ছবিগুলো দিয়ে বক্স অফিস মাতাতে পারেননি ইমরান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here