রাশিয়ার কনসাল জেনারেল’র ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পরিদর্শন

0
243

সামছুল আলম কমল, চট্রগ্রাম প্রতিনিধি :
চট্টগ্রামে নিযুক্ত রাশিয়ার কনসাল জেনারেল ওলেগ পি. বয়কো (গৎ. ঙষবম চ. ইড়ুশড়) ৪ এপ্রিল সকালে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি কর্তৃক নির্মিত ওয়ার্ল্ড ট্রেড সেন্টার পরিদর্শন করেন। এ সময় চিটাগাং চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও পরিচালক মাহফুজুল হক শাহ উপস্থিত ছিলেন।

রাশিয়ার কনসাল জেনারেল ওলেগ পি. বয়কে বলেন-বিশ্ব বাণিজ্যে বাংলাদেশ আজ অর্থনীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এ ওয়ার্ল্ড ট্রেড সেন্টার বহির্বিশ্বে চট্টগ্রামের ব্যাপক উন্নয়ন ও পরিবর্তনের বার্তা এবং বাংলাদেশের ভাবমূর্তি অধিকতর উজ্জ্বল করার পাশাপাশি দেশের অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। রাশিয়ান কনসাল জেনারেল দৃষ্টিনন্দন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নির্মাণের বাস্তবিকতায় চিটাগাং চেম্বারের ভূয়সী প্রশংসা করেন।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম অতিথিকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। তিনি অধিক দেশী-বিদেশী বিনিয়োগ আকৃষ্ট এবং আন্তর্জাতিক বাণিজ্যে ব্রিজ নির্মাণে এ স্থাপনা সহায়ক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন। চেম্বার সভাপতি দেশের রপ্তানীযোগ্য পণ্যের রাশিয়ার বাজারে ব্যাপক চাহিদার প্রসংগ উল্লেখ করে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে স্বনামধন্য রাশিয়ান কোম্পানীর অফিস স্থাপন উৎসাহিতকরণে অতিথির ব্যক্তিগত উদ্যোগ কামনা করেন। চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ বে-টার্মিনাল নির্মাণসহ চট্টগ্রামের চলমান এবং প্রস্তাবিত মেগা প্রজেক্টগুলো সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here