রিজার্ভ চুরি: ফিলিপাইনে চলছে সিনেট শুনানি

0
241

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮১ মিলিয়ন মার্কিন ডলার অর্থ চুরির ঘটনায় ফিলিপাইনে সিনেট কমিটির চতুর্থ দিনের শুনানিতে মুখোমুখি হয়েছেন ঘটনার দুই প্রধান আলোচিত চরিত্র ব্যবসায়ী কিম অং এবং রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশন আরসিবিসি’র সাবেক শাখা ব্যবস্থাপক মায়া দেগুইতো। ফিলিপাইনের দৈনিক ইনকোয়ারার এর অনলাইন সংস্করণে জানা যাচ্ছে, সকালে সিনেটের ব্লু রিবন কমিটির এই শুনানি শুরু হয়। সিনেট কমিটির প্রথম শুনানিতে মিস দেগুইতো বলেছিলেন, অং আরসিবিসির প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী লোরেনজো ট্যানের বন্ধু, এবং মি. অংই তার শাখায় চারজনকে পাঠিয়েছিলেন যারা নতুন এ্যকাউন্ট খুলে চুরির অর্থ গ্রহণ ও উত্তোলন করেছেন। কিন্তু প্রথমদিন শুনানিতে উপস্থিত হয়ে সেই অভিযোগ প্রত্যাখ্যান করেন অং। তিনি জানান, তিনি মাত্র একজনকে পাঠিয়েছিলেন নতুন হিসাব খোলার জন্য। সিনেট কমিটির প্রথম দুই দফা শুনানিতে উপস্থিত ছিলেন মিস দেগুইতো। তবে, গত সপ্তাহে তৃতীয় দিনের শুনানিতে যেদিন প্রধান অভিযুক্ত কিম অং প্রথমবারের মত হাজির হয়েছিলেন, সেদিন অসুস্থতার কারণ দেখিয়ে অনুপস্থিত ছিলেন মিস দেগুইতো। এর মধ্যে বুধবার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের চুরি হওয়া অর্থের মধ্যে নিজের কাছে থাকা ৪৬ লাখ ৩০ হাজার ডলার ফেরত দিয়েছেন অং।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here