আইএস নির্মূলকেই সবচেয়ে অগ্রাধিকার দিচ্ছি : ওবামা

0
244

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা মঙ্গলবার বলেন, ইসলামিক স্টেট (আইএস) গ্রুপকে নির্মূল করার কাজকেই তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন। জিহাদি গ্রুপটি যখন ইরাক ও সিরিয়ায় তাদের নিয়ন্ত্রণে থাকা বিভিন্ন এলাকা হারাচ্ছে তখন ওবামা এ কথা বললেন।
হোয়াইট হাউসে সামরিক বাহিনীর সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে ওবামা বলেন, ‘তাদের নেতৃত্ব, তাদের আর্থিক নেটওয়ার্ক ও তাদের অবকাঠামোর ওপর আমাদের নজরদারি অব্যাহত রয়েছে। আমরা তাদের নির্মূল ও পরাজিত করতে যাচ্ছি।’
আইএস গ্রুপের অন্য নাম ব্যবহার করে তিনি আরো বলেন, ‘আমরা লক্ষ্য করছি, তুরস্ক থেকে বেলজিয়াম পর্যন্ত আইএসআইএল এখনো ভয়াবহ হামলা চালাতে সক্ষম।’
তিনি বলেন, সামরিক অভিযান এবং সরকারের বিভিন্ন শাখার সমন্বিত অভিযানের পাশাপাশি কূটনীতি ও গোয়েন্দা কৌশল ব্যবহার করে জোট বাহিনী জঙ্গিদের ওপর অবশ্যই চাপ বজায় রাখবে।
সিরিয়া ও ইরাকের বিভিন্ন নগরীর কথা উল্লেখ করে তিনি বলেন, ‘রাকা ও মসুলে জঙ্গিদের যে সদরদপ্তর থাকার মতো পরিস্থিতিকে আমরা বেশী দিন আর বরদাস্ত করতে পারি না। আইএসআইএলের নির্মূল অব্যাহত রাখাই আমার সবচেয়ে অগ্রাধিকার মূলক কাজ।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here