ইসি আমাদের প্রতি সুবিচার করবেন: ইনুর আশা

0
245

জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) এর  আসল নেতৃত্বে কারা তা নির্ধারণ করতে এক অংশের শুনানি করেছে নির্বাচন কমিশন। বুধবার বেলা ১১টায় একাংশের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতারকে নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়।   শুনানি শেষে হাসানুল হক ইনু বলেন, ইসির আহ্বানে মঙ্গলবার কাউন্সিল সংক্রান্ত সব কাগজপত্র উপস্থাপন করেছি। কমিশনের প্রতি পূর্ণ আস্থা আছে। তারা আমাদের প্রতি সুবিচার করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।   এদিকে বিকাল তিনটায় মঈনুদ্দীন খান বাদল ও নাজমুল হক উল্লেখ্য, ১২ মার্চ জাসদের কাউন্সিলকে কেন্দ্র করে জাসদ দুই খণ্ডে বিভক্ত হয়ে যায়। চলমান ইউপি নির্বাচনে জাসদের মশাল কোন অংশে থাকবে তা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয়। এই প্রতীক নিয়ে দুই অংশকেই শুনানিতে ডাকে নির্বাচন কমিশন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here