জাতির  কল্যাণে কাজ করার মত মহৎ কাজ আরকিছু হতে পারে না – পরিকল্পনা মন্ত্রী

0
229
 
কুমিল্লা ৬ এপ্রিল :
পরিকল্পনা মন্ত্রী জনাব আ হ ম মুস্তফা কামাল বলেছেন , দেশ ও জাতির  কল্যাণে কাজ করার মত মহৎ কাজ আরকিছু হতে পারে না । কাজের মধ্য দিয়ে মানুষ নিজেকে অমরত্বের আসনে অধিষ্ঠিত করে যেতে পারে । তিনি বলেন , সঠিক সময়ে সঠিক কাজের মূল্যায়ন হবে, এটাই নিয়ম । প্রতিটি মানুষ যদি সমাজের জন্য কিছু অবদান রাখে তবে সে সমাজ কখনো পিছিয়ে থাকতে পারে না । সমাজের অগ্রগতিতে প্রত্যেককে সচেষ্ট হওয়া  আবশ্যক ।
 
মন্ত্রী আজ কুমিল্লায় দক্ষিণ সদর উপজেলার উজিরপুর আদর্শ উচ্চবিদ্যালয় মাঠে বিশিষ্ট লেখক,ইসলামী চিন্তাবীদ ও টেলিভিশন ব্যক্তিত্ব মরহুম আবদুর রশীদ স্মরণে আয়োজিত এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন ।
 
পরিকল্পনা মন্ত্রী বলেন, বাংলাদেশ অভাবনীয় গতিতে  এগিয়ে যাচ্ছে । প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে দেশের ইতিহাসে এই প্রথমবারের মত দেশের জিডিপি‘র প্রবৃদ্ধি সাত দশমিক শুন্য পাঁচ ভাগে উন্নীত হয়েছে । মাথাপিছু আয় বেড়ে ১৪শত ৬৬ মার্কিন ডলারে উন্নীত হয়েছে । এফটিআই , ইউএসএইড এবং এডিবিসহ বিশে^র বিভিন্ন গবেষণা সংস্থা আগামীর বাংলাদেশকে  অর্থনৈতিক অগ্রগতির  হিরন্ময় সম্ভাবনার  আভাস দিচ্ছে । তিনি বলেন , কাজের মধ্য দিয়ে আমরা প্রমান করে যাব, আমরা পারি , বাংলাদেশ পারে । পরিকল্পনা মন্ত্রী বলেন ,কাজের মধ্য দিয়ে মানুষ বেঁচে থাকে । তিনি মরহুম আবদুর রশীদ এর কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন , জনাব আবদুর রশীদ ছিলেন একজন কর্মবীর পুরুষ । এলাকার শিক্ষা বিস্তারে তার অবদান , তার লেখনী প্রতিভা এবং সাংস্কৃতিক বিকাশে তার ভুমিকা তাকে স্মরণীয় করে রাখবে ।
 
অনুষ্ঠানে মরহুমের ছেলে তসলিম আহমেদ এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ মরহুম আবদুর রশীদ এর  জীবনীর ওপর আলোকপাত করেন ।
 
পরে মন্ত্রী মরহুমের আতœার মাগফেরাত কামনা করে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে অংশ নেন । 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here