টিম ইন্ডিয়া নিয়ে মুভিতে আগ্রহী সোনাক্ষি!

0
225

খেলাকে কেন্দ্র করে বেশ কিছু চলচ্চিত্র নির্মিত হয়েছে বলিউডে। সামনে সানিয়া মির্জা, সাইনা নেহওয়ালের জীবনী নিয়েও ছবি বানানোর পরিকল্পনা রয়েছে নির্মাতাদের। যদিও সানিয়া নাকি বায়োপিক নিয়ে একেবারেই আগ্রহী না। আর যদিও হয়ও, তাহলে তার চরিত্রে দীপিকা পাড়ুকোণকে চান এই টেনিস তারকা।  এদিকে, সোনাক্ষিকে নায়িকা হিসেবে চান অনেকেই। ব্যক্তিগত জীবনে খেলাধূলার প্রতি যথেষ্ট অনুরাগ রয়েছে শত্রুঘ্ন সিংহ কন্যার। অভিনয় শিল্পী হওয়ার আগে খেলাধূলা করতেন তিনি। সোনাক্ষি অবশ্য ক্রিকেট নিয়ে নির্মিত ছবিতে অভিনয় করার ইচ্ছার কথা অনেক আগেই প্রকাশ করেছেন। তবে তিনি চান ভারতীয় মহিলা ক্রিকেট দলের উপর ছবি তৈরি হলে সেটাতে অভিনয় করবেন তিনি। অতীতে ভারতের মহিলা ক্রিকেট দল বেশ ভালো পারফরম্যান্স করেছে। কিন্তু মহেন্দ্র সিংহ ধোনিদের জন্য মহিলাদের সেই পারফরম্যান্স প্রচারের আলো পায়নি। ভারতের মহিলা ক্রিকেটদল নিয়ে সেই অর্থে আলোচনাই হয়নি। বিষয়টা পছন্দ হয়নি দাবাং হিরোইনের। তিনি চান মহিলা ক্রিকেট দল নিয়ে চলচ্চিত্র নির্মাণ করা হোক। তিনি তাতে অভিনয় করবেন!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here