টোয়েন্টি২০ নারী বিশ্বকাপে রানার্স-আপ অস্ট্রেলিয়া দলের সদস্যদের চুক্তিকৃত অর্থের পরিমাণ দারুণভাবে বাড়িয়ে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। এর ফলে দেশের অন্য যেকোন নারী দলের থেকে এখন বেশী অর্থ আয় করতে পারবে অসি নারী ক্রিকেটাররা।
ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে ভারতে অনুষ্ঠিত টোয়েন্টি২০ বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে পরাজিত হয়ে শিরোপা হাতছাড়া করলেও দলের প্রত্যেকে দারুন খেলেছে। এ কারনেই ক্রিকেট অস্ট্রেলিয়া প্রায় সব কেন্দ্রীয় চুক্তিভূক্ত খেলোয়াড়ের চুক্তিকৃত অর্থের পরিমান বৃদ্ধি করেছে। এই পরিমান প্রায় ৪৯ হাজার অস্ট্রেলিয়ান ডলার বৃদ্ধি করা হয়েছে। এখানে অবশ্য নারী বিগ ব্যাশ টি২০ লীগ, ম্যাচ ফি ও ট্যুর ফি একত্রিত হয়ে কেউ কেউ বছরে এক লাখ ডলারেরও বেশী আয় করতে পারবে।
যদিও এই পরিমান অর্থ এখনো একজন শীর্ষসারির পুরুষ খেলোয়াড়ের প্রাপ্তি থেকে অনেক কম। ২০১৬-১৭ মৌসুমের জন্য অধিনায়ক স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের মত খেলোয়াড়দের সাথে ক্রিকেট অস্ট্রেলিয়া ২,৭০,০০০ ডলারের চুক্তি করেছে। এর সাথে ম্যাচ ফি ও ট্যুর ফি যুক্ত হয়ে এই পরিমান ক্রমান্বয়ে আরো বৃদ্ধি পায়।
ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড বলেছেন, ‘অস্ট্রেলিয়ার নারী ক্রিকেটাররা বর্তমানে দেশের অন্যতম সফল ক্রীড়াবীদ এবং তারা এই পুরস্কার প্রাপ্তির যোগ্যতা রাখে। আগামীতে নারী ক্রিকেটারদের জন্য আরো বেশী অর্থ লগ্নী করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভবিষ্যতে আমাদের লক্ষ্য হচ্ছে অস্ট্রেলিয়ার নারী ক্রীড়াবিদরা যাতে বেশী করে ক্রিকেটের প্রতি আগ্রহী হয় সেদিকে নজড় দেয়া। এজন্য আমরা বেশ কিছুদিন ধরে অস্ট্রেলিয়ান ক্রিকেট এসোসিয়েশনের সাথে কাজ করে যাচ্ছি।’