সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী বলেছেন দেশের প্রচলিত আইনেই তনু হত্যাকাণ্ডের বিচার হবে। নতুন করে আইন করলে এই বিচার বিলম্বিত হবে। আজ বুধবার বেলা ১২টার দিকে ফেনী জিয়া মহিলা কলেজের নবনির্মিত কমিশনার জয়নাল আবেদীন গ্রন্থাগারের উদ্বোধন করার সময় সাংবাদিক দের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, তনুহত্যা ঘটনাটি স্পর্শকাতর। তনু হত্যার ঘটনা সেনাবাহিনীর এলাকায় ঘটলেও কারা জড়িত সুষ্ঠু তদন্ত ছাড়া বলা যাবে না। মন্ত্রী এসময় আরো বলেন, বিএনপি শুধু নালিশ নির্ভর রাজনীতি করছে। তারা সুনির্দিষ্ট করে এই নির্বাচনে তাদের কোথায় কি ক্ষতি হয়েছে সেটি বলছে না। বিএনপি নিবার্চন থেকে সরে দাঁড়ালে ধরে নিব তারা নির্বাচনে সরে যাওয়ার জন্যই নির্বাচনে অংশ নিয়েছে। কমিশনার জয়নাল আবেদীন গ্রন্থাগারের উদ্ধোধন ও জিয়া মহিলা কলেজের বার্ষিক ক্রিড়া প্রতিযোগিতায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করে কলেজের অধ্যক্ষ প্রফেসার ফাতেমা আফরোজ অনুষ্ঠান প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ফেনী দুই আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারি, সংরক্ষিত মহিলা আসনের এমপি জাহানার বেগম সুরমা, ফেনী পৌর মেয়র হাজী আলাউদ্দিন ও ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম প্রমুখ।