সাতক্ষীরায় ভ্রাম্যমাণ আদালতে সাজা ইয়াবাসহ আটক ২

0
310

সাতক্ষীরা প্রতিনিধি:- জেলার কলারোয়া সীমান্তে ইয়াবাসহ ২ ব্যক্তিকে আটক করেছে বিজিবি। বুধবার গভীর রাতে উপজেলার কাকডাঙ্গা সীমান্তের গাড়াখালি মোড় থেকে এদের আটক করা হয়।

আটককৃতরা হলো উপজেলার কেঁড়াগাছি গ্রামের হারুণ গাজীর ছেলে কাইউম গাজী (৪৫) ও গাড়াখালি গ্রামের শফিউল্লাহর ছেলে আলমগীর হোসেন (৩০)।

কাকডাঙ্গা বিওপি’র নায়েব সুবেদার কামাল হোসেন জানান, বুধবার গভীর রাতে নায়েক সাইফুল ইসলাম টহলরত অবস্থায় সন্দেহবশত: ২ ব্যক্তির দেহ তল্লাশী করেন। এসময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ৩০ পিস ইয়াবা ট্যাবলেট।

বুধবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক আশরাফুল হকের উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার রায় আটককৃতদের ২বছর করে কারাদন্ড প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here