স্যামির নামে নামকরণ হলো সেন্ট লুসিয়ার প্রধান স্টেডিয়ামটি

0
351

টোয়েন্টি২০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ দলকে সামনে থেকে নেতৃত্ব দেবার প্রশংসায় ভাসছেন ড্যারেন স্যামি। এবার তার নিজ শহর সেন্ট লুসিয়া তাকে এক অনন্য সম্মানে ভূষিত করেছে। সেখানকার মূল স্টেডিয়ামটি নামকরণ করা হয়েছে স্যামির নামে।
এতদিন পর্যন্ত যে স্টেডিয়ামটির নাম ছিল বুসেয়্যার ক্রিকেট গ্রাউন্ড, এখন থেকে সেটা পরিচিত হবে ড্যারেন স্যামি ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড হিসেবে। স্যামির সেন্ট লুসিয়া ও টোয়েন্টি২০ বিশ্বকাপ জয়ী দলের সতীর্থ জনজন চার্লসের নামে এই স্টেডিয়ামের একটি স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে।
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড সূত্রে জানা গেছে মঙ্গলবার বিশ্বকাপ জয়ী দলকে স্বাগত জানাতে গিয়ে সেন্ট লুসিয়ার প্রধানমন্ত্রী কেনি ডি এন্থোনি এই ঘোষণা দিয়েছেন। এন্টিগার সেন্ট জোনসের প্রধান কার্যালয় থেকে প্রকাশিত ডব্লিউআইসিবি’র এক বিবৃতিতে আরো বলা হয়েছে, ‘ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক ড্যারেন স্যামি ও ওপেনার জনসন চার্লসকে অভিনন্দন জানাচ্ছে। সেন্ট লুসিয়া এই দুজনের যা করেছে তা অনন্য এক দৃষ্টান্ত হয়েই থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here