স্যামি-টেইলরদের পাশে এখন থাকা উচিত বোর্ডের : টেন্ডুলকার

0
233

একইদিন টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে দু’টি শিরোপা জিতলো ওয়েস্ট ইন্ডিজ। কলকাতার ইডেন গার্ডেন্সে রোববার বিকেলে নারীরা আর রাতে পুরুষরা।
ওয়েস্ট ইন্ডিজের নারী ও পুরুষ ক্রিকেট দলের এমন পারফরমেন্সে মুগ্ধ সবাই। সেই তালিকা থেকে বাদ যাননি ভারতের সাবেক মাষ্টার ব্লাস্টার ব্যাটসম্যান শচীন টেন্ডুলকারও। তাই টুইটারে নিজের মতামত জানাতে গিয়ে টেন্ডুলকার বলেন, ‘দল দু’টি সত্যিকারের চ্যাম্পিয়ন। স্যামি-টেইলরদের পাশে থাকা উচিত ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের।’
ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সাথে খেলোয়াড়দের দ্বন্দ তা জানা আছে সকলেরই। আর সেই দ্বন্দ্ব দীর্ঘদিন ধরেই চলছে। এমন অবস্থায় টি-২০ বিশ্বকাপের ষষ্ঠ আসরে খেলতে নামে ক্যারিবীয়রা। ২২ গজের লড়াইয়ে নেমেই বিশ্বকে চমকে দিয়েছে নারী ও পুরুষ দল।
শক্তিশালী-অভিজ্ঞ অস্ট্রেলিয়াকে ফাইনালে হারিয়ে প্রথমবারের মত টি-২০ বিশ্বকাপের শিরোপা জিতে নেয় ওয়েস্ট ইন্ডিজ নারী দল। দলের নেতৃত্বে ছিলেন স্ট্যাফেনি টেইলর। আর নাটকীয়ভাবে ইংল্যান্ডকে শিরোপার লড়াইয়ে হারিয়ে প্রথম দল হিসেবে দ্বিতীয়বারের মত টি-২০ বিশ্বকাপের ট্রফি ঘরে তুলে স্যামি-গেইলরা।
ওয়েস্ট ইন্ডিজ দল দু’টি এমন সাফল্য অবাক না হলেও, মুগ্ধ ক্রিকেট বিশ্ব। মুগ্ধ টেন্ডুলকারও। তাই টুইটারে দল দু’টিকে অভিনন্দন জানিয়েছেন তিনি। টুইটার বার্তার টেন্ডুলকার বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ সত্যিকারের চ্যাম্পিয়ন। অনুর্ধ্ব-১৯, নারী ও পুরুষ দলও বড় আসরে চ্যাম্পিয়ন হলো। দুর্দান্ত একটি দল তারা।’
অভিন্দন জানানোর পাশাপাশি দুর্দান্ত এই দল দু’টির পাশে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের থাকা উচিত বলেও জানান টেন্ডুলকার, ‘মাঠের বাইরে ও ভেতরে অনেক বেশি চ্যালেঞ্জ সামাল দিয়ে চ্যাম্পিয়ন হয়েছে তারা। তাই এখন দল দু’টির পাশে দাড়ানো এবং সাপোর্ট দেয়া উচিত উচিত বোর্ডের। পাশাপাশি খেলোয়াড়দের অভিযোগগুলো শোনা উচিত।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here