৯ মাসে রফতানি আয় বেড়েছে ২০৫ কোটি ডলার

0
243

চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) রফতানি আয় হয়েছে ২ হাজার ৪৯৫ কোটি ৫১ লাখ মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময়ে এ আয়ের পরিমাণ ছিল ২ হাজার ২৯০ কোটি ৪৭ লাখ ডলার। ফলে গত অর্থবছরের চেয়ে চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে রফতানি আয় বেড়েছে ২০৫ মার্কিন ডলার। মঙ্গলবার সকালে রফতানি উন্নয়ন ব্যুরো বাংলাদেশ (ইপিবি) দেশের পণ্য রফতানি আয়ের এ হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। ইপিবির তথ্যে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে পণ্য রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল দুই হাজার ৪৪৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। ওই লক্ষ্য মাত্রার চেয়ে প্রায় ৫২ কোটি ডলার বেশি রফতানি আয় হয়েছে। এদিকে, চলতি অর্থবছরের মার্চ মাসে ২৮৩ কোটি ডলার রফতানি আয় হয়েছে। গত অর্থবছরের একই সময়ে এ আয় ছিল ২৫৯ কোটি ডলার। এর আগে ফেব্রুয়ারি মাসে রফতানি আয় ছিল ২৮৫ কোটি ডলার। আর প্রবৃদ্ধি ছিল ১৩ দশমিক ৬০ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে অর্জিত রফতানি আয়ের মধ্যে সবেচেয়ে বেশি দুই হাজার ৪৪ কোটি ডলার এসেছে তৈরি পোশাক খাত থেকে। গত অর্থবছরের একই সময়ে তৈরি পোশাক খাত থেকে আয় হয়েছিল এক হাজার ৮৬২ কোটি ডলার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here