আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন ডিজি

0
256

মেজর জেনারেল মিজানুর রহমান খানকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব দিয়েছে সরকার। এই সেনা কর্মকর্তাকে প্রেষণে তৃণমূলের এই বাহিনীর দায়িত্ব দিতে জনপ্রশাসন মন্ত্রণালয় আজ বুধবার তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে আদেশ জারি করেছে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মেজর জেনারেল মো. নাজিম উদ্দীনকে সেনাবাহিনীতে ফেরাতে তার চাকরি স্বশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে। সারাদেশে ৬০ লাখ ৫৪ হাজার ৭০৩ জন কর্মী আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে রয়েছেন। এ বাহিনীর সদস্যরা দেশের আইন-শৃংখলা রক্ষার পাশাপাশি বিভিন্ন কেপিআই, সরকারি ও বেসরকারি সংস্থার নিরাপত্তা রক্ষা, জাতীয় ও উপ-নির্বাচন, ঈদ, পূজা, বড়দিন, নববর্ষে নিরাপত্তা দেওয়া ছাড়াও দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছেন। ১৯৪৮ সালের ১২ ফেব্রুয়ারি আনসার ও ভিডিপি বাহিনী গঠনের পর ১৯৭৬ সালে প্রথম আনসার ব্যাটালিয়ন গঠিত হয়। বর্তমানে এই বাহিনীর দুটি মহিলা ব্যাটালিয়নসহ ৩৯টি ব্যাটালিয়ন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here