বরিশাল প্রতিনিধি ॥ জেলার কালীগঞ্জ, মেহেন্দীগঞ্জ, কীর্তনখোলা ও কালাবদর নদী থেকে প্রায় ২০ লাখ টাকা মূল্যের ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে বরিশাল কোস্টগার্ডের সদস্যরা। জব্দকৃত জাল বৃহস্পতিবার সকালে প্রকাশ্যে অগ্নিসংযোগ করা হয়।
বরিশাল কোস্টগার্ড ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার মোঃ মুনজুরুল করিম জানান, পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশের দাম এখন বেশি হওয়ায় জেলেরা জাটকা ইলিশ শিকারে মেতে উঠেছে। কোস্টগার্ডের সদস্যরাও পিছিয়ে নেই জাটকা রক্ষায় নিয়মিত টহলে। নিয়মিত টহলের মাধ্যমে বুধবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।