বিএসএফ হাতে আটক ১৬ নারী-পুরুষকে বেনাপোল বিজিবি‘র কাছে হস্তান্তর

0
352

বেনাপোল প্রতিনিধি :
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বাহিনীর এর হাতে আটক হয় ১৬ বাংলাদেশী নারী-পুরুষকে বুধবার রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কাছে হস্তান্তর করেছে। এরা দালালের মাধ্যমে অবৈধ পথে ভারত যাওয়ার সময় বুধবার দুপুরে আটক হয়।
ফেরত পাঠানো বাংলাদেশীরা হলেন, যশোরের অভয়নগর উপজেলার সন্তোষ কুমার অধিকারী (৬০), বিপ্লব কুমার অধিকারী (২৩), নওয়াপাড়ার কাজী আব্দুল গাফফার (৩০), শার্শার রেজাউল (৩৮), সাইরা বেগম (৫৫), রহিমা বেগম (৪০), সুজন (১৮), মেহেদী হাসান (১৮), সিপন (১৪), শফিকুল (২৪), সাতক্ষীরার বেলাল হাওলাদার (১৮), বাগেরহাটের ফকিরহাট উপজেলার প্রতাপ (১৮), পান্নু মিস্ত্রি (২৩), খুলনার খানজাহান আলী আলী সড়কের কৃষ্ণপদ মন্ডল (৪০), মুন্সীগঞ্জের কনি হোসেন (৫৮) ও নড়াইলের কালিয়া উপজেলার সাবিনা (১৯)।
আটককৃতদের মধ্যে সুজন, মেহেদী হাসানসহ কয়েকজন জানান, বুধবার সকালে দালালের মাধ্যমে বেনাপোল বড়আঁচড়া সীমান্তের চোরাই পথ দিয়ে তারা ভারতে প্রবেশ করে। ভারতীয় সীমান্তে প্রবেশের পর ভারতীয় সীমান্তের একটি মাঠের মধ্য থেকে তাদের বিএসএফ আটক করে ক্যাম্পে নিয়ে যায়। পরে বিজিবির সাথে যোগাযোগ করে রাত সাড়ে ৯ টার দিকে আমাদের বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে বিজিবির কাছে হস্তান্তর করে।
যশোর ২৬ বিজিবি‘র বেনাপোল চেকপোস্ট ক্যাম্পের সুবেদার শিশির কুমার জানান, আটককৃতরা সবাই বাংলাদেশী হওয়ায় আটককের বিষয়টি প্রথমে বিএসএফ আমাদেরকে জানান এবং আটককৃতদের বাংলাদেশে ফেরত পাঠাতে চায়। বিজিবির পক্ষ থেকে আটককৃতদের গ্রহণ করতে চাইলে বিএসএফ বুধবার রাত সাড়ে ৯টার দিকে তাদেরকে ফেরত পাঠান। পরে আমরা আটককৃতদের গ্রহণ করি। বৃহস্পতিবার সকালে আটককৃতদের নামে অবৈধ অনুপ্রবেশের মামলা দিয়ে তাদেরকে থানা হাজতে পাঠানো হয়েছে।
বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) মফিজুর রহমান জানান বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিজিবি ১৬ জন নারী-পুরুষকে থানায় হস্তান্তর করেছে। দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হবে। #

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here