‘বিদ্যুৎ ও পরিবেশের সমন্বয় বড় চ্যালেঞ্জ’

0
254

বিদ্যুৎ ও পরিবেশের সমন্বয় বড় চ্যালেঞ্জ বলে জানিয়েছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর বিদ্যু‍ৎ ভবনে বিদ্যুৎ ব্যবস্থাপনার ওপর একটি উচ্চপর্যায়ের কর্মশালায় অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। প্রতিমন্ত্রী বলেন, জনবহুল এ দেশে ব্যবস্থাপনা বেশ কঠিন। এখন শহর বড় হচ্ছে। গ্রামের মানুষ নগর ও শহরমুখী। জমির দাম বাড়ছে। অথচ বিদ্যুতের সেবা বাড়াতে হলে জমির প্রয়োজন। ট্রান্সমিশন বাড়ানো প্রয়োজন। অথচ মানুষ জমি ছাড়বে না। এ বিষয়টি ব্যবস্থাপনার জন্য মাস্টার প্ল্যন থাকতে হবে। সামনের দিনগুলোতে পরিবেশ এবং বিদ্যুতের সমন্বয় হবে বড় চ্যলেঞ্জ। এ সময় তিনি বলেন, রাজধানীতে নিরবছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য পর্যায়ক্রমে বিদ্যুৎকেন্দ্র ও ক্যাবলগুলো আন্ডারগ্রাউন্ডে নেওয়া হবে।   রাজধানীর বিভিন্ন স্থানে লোডশেডিং প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বিদ্যুৎ উৎপাদন ঠিক আছে। কিন্তু ট্রান্সমিশন (বিতরণ) লাইনে ত্রুটির কারণে সরবরাহ বাধাগ্রস্ত হচ্ছে। রাজধানীতে নিরবছিন্ন ও ত্রুটিমুক্ত বিদ্যুৎ সরবরাহের জন্য বিদ্যুৎকেন্দ্র ও ক্যাবলগুলো আন্ডারগ্রাউন্ডে নেওয়া হবে। প্রাথমিকভাবে এ বছরই ধানমণ্ডি এলাকায় এটা করা হবে। ২৬ সালের মধ্যে পর্যায়ক্রমে পুরো ঢাকা শহরে বিদ্যুৎকেন্দ্র ও ক্যাবল আন্ডারগ্রাউন্ডে চলে যাবে। এরপর চট্টগ্রাম ও সিলেটে একইভাবে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here