নীলুফার কায়সারের ৭ম স্মরণ সভা অনুষ্ঠিত

0
308

৬ এপ্রিল, বিকাল ৪ ঘটিকায় চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সভানেত্রী সাফিয়া খাতুনের সভাপতিত্বে মিলি চৌধুরীর সঞ্চালনায় নীলুফার কায়সারের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়। এ উপলক্ষে চট্টগ্রামের ক্যান্সার আক্রান্ত রোগীদের উদ্দেশ্যে ক্যান্সার সহায়তা নামে “চট্টগ্রাম ক্যান্সার কাউন্সিলিং এণ্ড কেয়ার সেন্টার”র শুভ উদ্বোধন করেন। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় সাংসদ কবি কাজী রোজী। বিশেষ বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ইসহকা মিয়া, জাতীয় সংসদ সদস্য সাবিহা নাহার মুছা, ওয়াসিকা আয়শা খান, দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী সাবেক সাংসদ বেগম হাসিনা মান্নান, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী দিলওয়ারা ইউসুফ, সাধারণ সম্পাদক এড. বাসন্তী পালিত, দক্ষিণ জেলা আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা এড. কামরুন্নাহার, সদস্য শাহীদা আক্তার জাহান। বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন মা ও শিশু হাসপাতালের প্রেসিডেন্ট ডা. ফজলুল করিম, চট্টগ্রাম বি.এম.এ.’র সভাপতি মুজিবুল হক, কেন্দ্রীয় বি.এম.এ’র সদস্য ডা. নাছির উদ্দিন মাহমুদ, ডা. খন্দকার এ.কে. আজাদ, ডা. সাজ্জাদ মোহাম্মদ ইউসুফ, শিক্ষাবিদ গাজী সাফিয়া রহমান, খালেদা আক্তার, শামীমা হারুন লুবনা, মিসেস রেজিয়া রেজা চৌধুরী । এতে আরও বক্তব্য রাখেন কাউন্সিলর আবিদা আজাদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য আবুল বশর, আব্দুল গফ্ফর, কেন্দ্রীয় যুব লীগের সদস্য জাহেদুর রহমান সোহেল, দক্ষিণ জেলা যুবলীগ নেতা অসীম দেব, সজীব দেব নাথ, আবসার আহমেদ মানিক, অমল রুদ্র, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজিন দাশ রাহুল, আলতাফ উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা আমিনুল ইসলাম লিটন, খোরশেদ আলম ইমতিয়াজ, মোঃ খোরশেদুল ইসলাম, হুমায়ূন কবির রাসেল, জিয়াউল হক হৃদয়, সুভ্রত বিশ্বাস, উত্তম প্রমুখ।
প্রধান বক্তা কাজী রোজী তাঁর দীর্ঘ ২৩ বছরের ক্যান্সার আক্রমনের শিকারের অভিজ্ঞতা উপস্থিত ব্যক্তিবর্গ কাছে তুলে ধরেন এবং চট্টগ্রামের ক্যান্সার আক্রান্ত রোগীদের জন্য ক্যান্সার সচেতনতা কর্মকাণ্ডের সহায়তা প্রদানের আশ্বাস দেন। এসময় তিনি আক্রান্ত রোগীদের ভয় ভীতি উপেক্ষা করে পরিবার এবং বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হয়ে ক্যান্সার জয়ের আশ্বাস প্রদান করেন। উপস্থিত বিশেষজ্ঞ ডাক্তার ও শিক্ষাবিদ তাদের নিজস্ব অভিজ্ঞতার কথা উপস্থিত ব্যক্তিবর্গের কাছে তুলে ধরেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here