বাঁশখালীর ঘটনায় পুলিশের দোষ মিললে ব্যবস্থা : আমু

0
246

চট্টগ্রামের বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ নিয়ে গ্রামবাসীর হতাহতের প্রসঙ্গে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে যে বাঁশখালীর ঘটনায় গুলিতে যারা আহত ও নিহত হয়েছেন তারা ছররা গুলিতে (পুলিশের গুলিতে নয়) নিহত হয়েছেন। তারা ইনটারনাল ভাবে (অভ্যন্তরীণ গুলিতে) নাকি পুলিশের গুলিতে নিহত হয়েছেন এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে। এ ক্ষেত্রে যদি পুলিশও দায়ী থাকে তদন্তসাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে আইনশৃঙ্খলাসংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে কমিটির সভাপতি আমির হোসেন আমু এ সব কথা বলেন। তিনি বলেন, বাঁশখালীতে পুলিশের গুলিতে নয়, এলাকাবাসীর গুলিতে চারজন নিহত হয়েছে। এ সময় বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির বিষয়ে তিনি বলেন, চুরি হওয়া অর্থের ৫ ভাগের ১ ভাগ উদ্ধার করা সম্ভব হয়েছে। মন্ত্রী বলেন, রিজার্ভ চুরি হওয়া টাকা আরো কিছু উদ্ধার করা সম্ভব হবে বলে মন্ত্রিসভা কমিটিকে এ কথা জানিয়েছেন বাংলাদেশর ব্যাংকের গভর্নর ফজলে কবির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here