মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন

0
454

চট্টগ্রাম নগরীর প্রাচীনতম ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি’র ভাষনে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শিক্ষার্থীদের আত্মকেন্দ্রিকতা পরিহার করে দেশপ্রেমে বলিয়ান হয়ে বহুমাত্রিক চিন্তা করতে হবে। তিনি বলেন, দেশ ও জাতি’র ক্ষতি হতে পারে সে ধরনের কাজ ও চিন্তা ভাবনা থেকে বিরত থাকতে হবে। শিক্ষকদের উদ্দেশ্যে মেয়র বলেন, শিক্ষকতা একটি মহৎ ও মর্যাদার পেশা। এ পেশায় নিয়োজিত শিক্ষকরা আলোকিত মানুষ গড়ার কাজে নিবেদিত। তিনি বলেন, শিক্ষকদের বেতন ভাতাকে পাঠদানের বিনিময় ভাবার কোন সুযোগ নেই। শিক্ষকদের মনে রাখতে হবে শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ কর্ণধার, তাদেরকে জ্ঞান দান করে সুনাগরিক হিসেবে গড়ে তোলাই শিক্ষকদের মহান পেশা। মেয়র বলেন, মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল ও কলেজটি পর্য্যায়ক্রমে ডিগ্রী, অনার্স ও বিশ্ববিদ্যালয় কলেজে উন্নিত হবে। এ শিক্ষা প্রতিষ্ঠানের কোন শিক্ষক ও কর্মচারী’র চাকুরী’র কোন ধরনের ক্ষতি হবে না। উপরন্তু নন এমপিও ভুক্ত শিক্ষক কর্মচারীদের সুবিধা বৃদ্ধি পাবে এবং চাকুরীর ধারাবাহিকতা অব্যাহত থাকবে। ৬ এপ্রিল ২০১৬ খ্রি.বুধবার সকালে মিউনিসিপ্যাল মডেল হাই স্কুল এন্ড কলেজ এর বার্ষিক পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ডা.মঈনুল ইসলাম মাহমুদ। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও কাউন্সিলর নাজমুল হক ডিউক, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান শিক্ষা কর্মকর্তা মিসেস নাজিয়া শিরিন, কাউন্সিলর জহর লাল হাজারী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়–য়া, স্কুল পরিদর্শক কাজী নাজিমুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ রেজিয়া আক্তার। সিটি মেয়র শিক্ষার্থীদের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন। সভার শুরুতে পবিত্র কোরআন, গীতা ও ত্রিপিটক থেকে পাঠ, জাতীয় সঙ্গীত, উদ্বোধনী সঙ্গীত পরিবেশন এবং সিটি মেয়র ও অতিথিদের ক্রেষ্ট ও ফুলেল শুভেচ্ছায় বরন করা হয়। পরে মেয়র ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here