রাষ্ট্রদূত নাজিমউল্লাহর তিন বছরের দণ্ড বহাল

0
250

রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের অভিযোগে সাবেক রাষ্ট্রদূত এ টি এম নাজিমউল্লাহ চৌধুরীর ৩ বছরের সাজা বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ নাজিমউল্লাহর আবেদনের নিষ্পত্তি করে এ রায় দেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে  ছিলেন খুরশীদ আলম খান। নাজিম উল্লাহর পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। ২০০৬ সালের ২২ ফেব্রুয়ারি  থেকে ২০০৭ সালের ২২ ফেব্রুয়ারি পর্যন্ত আরব আমিরাতে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পান নাজিমউল্লাহ চৌধুরী। এ সময়ের মধ্যে সেখানে তিনি অফিস ভাড়া ও অন্য কর্মচারীদের বেতনের নামে ২০ লাখ দুই হাজার ২৯৯ টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ আনে দুদক। ২০০৮ সালের ১৪ মে রাজধানীর শাহবাগ থানায় এসব অভিযোগে মামলা করেন দুদকের উপ-পরিচালক আবদুল্লাহ হিল জাহিদ। এ মামলায় ওই বছরের ১৬ নভেম্বর নিম্ন আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে ২২ লাখ টাকা জরিমানা করেন। বিচারিক আদালতের দেওয়া রায়ের বিরুদ্ধে আপিল করলে ২০১৩ সালের ০১ আগস্ট হাইকোর্ট তার সাজা কমিয়ে তিন বছর কারাদণ্ড এবং ছয় লাখ ৮৪ হাজার ৬৯৯ টাকা জরিমানা ঠিক করে দেন। পরে হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধেও আপিল করেন নাজিমউল্লাহ চৌধুরী। আজ বৃহস্পতিবার সে আপিলের নিষ্পত্তি করে হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখেন আপিল বিভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here