হার্টের সমস্যায় সুস্থতা দেবে ভিটামিন ডি

0
359

নতুন এক গবেষণায় বলা হয়েছে, হার্ট ফেইলুওরের রোগীদের দারুণ উন্নতি হতে পারে ভিটামিন ডি গ্রহণের মাধ্যমে। ব্রিটিশ গবেষকরা এক গবেষণায় জানান, ভিটামিন ডি গ্রহণের মাধ্যমে হার্ট ফেইলুওরের রোগীরা হৃদযন্ত্রের উন্নতি করতে পারেন। গবেষকরা ১৬০ জন রোগীকে দুই দলে ভাগ করেন। এক দলকে ভিটামিন ডি৩ পিল দেওয়া হয়। আরেক দলকে দেওয়া হয় প্লেসবো। এক বছর পর দেখা যায়, যারা ভিটামিন ডি৩ পিল খেয়েছেন তাদের হৃদযন্ত্র আগের চেয়ে বেশি রক্ত পাম্প করছে। হৃদযন্ত্রের কাজ ২৬-৩৪ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। কিন্তু প্লেসবো যারা নিয়েছেন তাদের উন্নতি চোখে পড়েনি। স্কুল অব মেডিসিনের ক্লাউস উইটি জানান, এটা বেশ বড় গবেষণা। হৃদযন্ত্রের উন্নতিতে ও চিকিৎসায় সাফল্য মিলবে এ গবেষণার মাধ্যমে। ভিটামিন ডি৩-এর প্রভাব দারুণ ইতিবাচক। হার্ট ফেউলুওরের কারণে যে সব ওষুধ ব্যবহৃত হয় তার মধ্যে এটি সবচেয়ে ভালো কাজ দেখিয়েছে। গবেষণাপত্রটি জার্নাল অব দ্য আমেরিকান কলেজ অব কার্ডিওলজির অনলাইনে প্রকাশিত হয়। এ ছাড়া শিকাগোতে অনুষ্ঠিত তাদের বার্ষিক সাধারণ সভায় আলোচিত হয়। সূত্র : ফক্স নিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here